হরিশ্চন্দ্রপুর

আগ্নেয়াস্ত্র সহ ধৃত পাঁচ দুষ্কৃতী

 

সরকারি কাজে বাধা প্রদান করে হুমকি দেখিয়ে তোলাবাজির অভিযোগ। আর এই অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার হল পাঁচ দুষ্কৃতী। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবু হায়াত, মহম্মদ সাদেক, মহম্মদ জাকির, আফজল হোসেন ও ওয়াহাব আলি। আবুর বাড়ি চাঁচল থানার রণঘাট গ্রামে। বাকি চার জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা রেলস্টেশন রোডের উপর দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে দীর্ঘ পাঁচ মাস ধরে একটি কালভার্ট তৈরির কাজ চলছে। অভিযোগ সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন ওই পাঁচজন দুষ্কৃতী। ৬ লক্ষ টাকা দাবী করেন দুষ্কৃতীরা। ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।